
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে শাহিনা আক্তার নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
২৭ জুন, বৃহস্পতিবার এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত শাহিনা আক্তার (৪৫) কুড়িগ্রাম জেলার রাজিব পুর থানার জোয়ানী পাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহিনা আক্তার এক জন মানসিক রোগী ছিলেন। কালামপুর এলাকায় ভাই মোস্তাফিজুর রহমানের বাসায় চিকিৎসার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে চারদিন পূর্বে শাহিনা আক্তার তার স্বামীর সাথে আসেন। আজ সকালে হঠাৎ ভাইয়ের বাসার কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে শাহিনা আক্তার কালামপুর এলাকায় ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটার সময় পিছন দিক থেকে একটি ট্রেন এসে তার ওপর দিয়ে চলে যায়। পরে সেখানেই সাথে সাথে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে গাজীপুর রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে ইনর্চাজ সেতাফুর রহমান বলেন, কালামপুর খাজার ডেক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]