
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পালিয়ে যাওয়া মামলার আসামি স্বামীকে ৬ ঘণ্টার মধ্যে জামালপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
২৭ জুন, বৃহস্পতিবার দুপুরে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেফতার মো. আল-আমিন (২৪) টাঙ্গাইলের সিংগুলি গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
সংবাদ ব্রিফিংয়ে কমান্ডার জুন্নুরাইন বিন আলম বলেন, গত ২৬ জুন রাতে শ্রীপুর থানার মাওনা উত্তরপাড়া এলাকায় আসামি মো. আল আমিন পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী মিম আক্তারকে (১৮) রশি দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করে দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা ইউসুফ আলী খান বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে র্যাবের অভিযানিক দল জামালপুর জেলার সদর থানার ফৌজদারি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আল-আমিনকে গ্রেফতার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আল-আমিন তার স্ত্রী ভিকটিম মিম আক্তারকে পারিবারিক কলহের জেরে রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করছে বলে স্বীকার করেছেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]