মান্দায় ইউনিয়ন পরিষদ ভবন মেরামত-সংস্কার কাজে ব্যাপক অনিয়ম
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১৬:১০
মান্দায় ইউনিয়ন পরিষদ ভবন মেরামত-সংস্কার কাজে ব্যাপক অনিয়ম
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দায় ১৪টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত ও সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চলমান উপজেলার ১৪টি ইউনিয়নের মেরামত ও সংস্কার কাজে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। কিন্তু সিডিউল অনুযায়ী কোন পরিষদ ভবনে সন্তোসজনকভাবে মেরামত ও সংস্কার কাজ করা হচ্ছেনা। অধিক মুনাফা লাভের জন্য ১৪ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ১১ জন ইউপি চেয়ারম্যান মেরামত ও সংস্কার কাজ ২-৩ লক্ষ টাকার বিনিময়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করে নিয়েছেন। অন্য তিনটি ইউনিয়নের মধ্যে কালিকাপুর, নুরুল্যাবাদ ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ ভবন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করলেও সেগুলোর কাজ সন্তোষজনক হয়নি।


অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজস ও চেয়ারম্যানদের সুবিধা গ্রহণে চলছে নিম্নমানের দায়সারা মেরামত ও সংস্কার কাজ। চেয়ারম্যানের প্রত্যয়ন ছাড়া সংস্কার কাজের বিল মিলবেনা এমন সুযোগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চেয়ারম্যানরা ফায়দা লুটে নেয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে গোপন শর্ত সাপেক্ষে বাস্তবায়নকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিকাংশ চেয়ারম্যানের নিকট থেকে কাজের আগেই প্রত্যায়ন গ্রহণ করেছেন।


সরেজমিনে উপজেলার মৈনম, কাঁশোপাড়া,ভালাইন,কসব,কালিকাপুর, পরানপুর, ও নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ জানায়, ভবন মেরামত ও সংস্কার কাজ সন্তোষজনকভাবে করছেন না চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবনের বাইরে ওয়েদারগার্ড এবং ভিতরে ডিসটেম্পার রং করার কথা থাকলেও নিম্নমানের রং ব্যবহার করছেন। যা ব্যবহারের কয়েকদিনের মাথায় উঠে যাচ্ছে। এছাড়াও রিপিয়ারিং, বৈদ্যুতিক, স্যানিটেশন,পানির ট্যাংক, ড্রেন, দরজা-জানালা, গ্রিল, টয়লেট, ছাদ মেরামত ও সংস্কার দায়সারাভাবে করেছেন। অনেক ইউনিয়ন পরিষদে পুরাতন কাজকে নতুন কাজের তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ এসেছে।


এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) শাইদুর রহমান মিঞা জানান, আপনারা এগুলো কাজ না দেখে উন্নয়নমূলক কাজ তুলে ধরেন। আর পরিষদের মেরামত ও সংস্কার কাজ যথা নিয়মে চলছে। অনিয়মের করার কোন সুযোগ নেই।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, ইউনিয়ন পরিষদের কাজ কিছুটা নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। এজন্য কাজগুলো যাচাই বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


তিনি আরো বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান যতটুকু কাজ করবে ততটুকু বিল দেয়া হবে। অভিযোগ পেয়ে আমি বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন করেছি।


বিবার্তা/আপেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com