সাভারে দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১৫:৪৩
সাভারে দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে সরকারিভাবে ঋণের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বীভাবে গড়ে তোলার লক্ষ্যে অংশীজনের অংশ গ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।


২৬ জুন, বুধবার দুপুরে সাভার উপজেলার হলরুমে উপজেলা বিআরডিবির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির প্রকল্প পরিচালক মোরশেদ আলম।


সভায় এসময় শুদ্ধাচার, তথ্য অধিকার আইন, সিটিজেন চার্টার, দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার কৌশল ও দক্ষতা উন্নয়নে পরামর্শ দেওয়া হয়।


এসময় সুশীল সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ সভায় অংশ গ্রহণ করেন।


এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন, বিআরডিবির ঢাকা জেলার উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হক মৃধা, বিআরডিবির জনসংযোগ ও সমন্বয় নুরুজ্জামান, বিআরডিবির ঢাকা জেলার উপপ্রকল্প পরিচালক আমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে।


উল্লেখ্য সাভার উপজেলা পল্লী উন্নয়ন অফিসের পক্ষ থেকে এ উপজেলার গ্রামীণ নারীদের বিভিন্ন ঋণ দিয়ে স্বাবলম্বী ভাবে গড়ে তোলা হচ্ছে। এ ঋণ নিয়ে অনেকেই এখন স্বাবলম্বী হয়েছেন।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com