
২৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকার ফেলে পালাল মাদক কারবারিরা জয়পুরহাটে এক প্রাইভেটকারসহ পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক নুরুল হোদা জানান, জয়পুরহাট সদর উপজেলায় কদমগাছী এলাকায় মাদকের চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদে সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে সেই কারে তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]