শ্রীমঙ্গলে ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ৩ মাদককারবারি গ্রেফতার
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১৮:০৭
শ্রীমঙ্গলে ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ৩ মাদককারবারি গ্রেফতার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে সাতগাঁও চা বাগানের বাংলোতে ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ৩ মাদককারবারি গ্রেফতার হয়েছে।


২৪ জুন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সাতগাঁও চা বাগানের সহকারী ম্যানেজারের বাংলোতে ডাকাতির মূল পরিকল্পনাকারী ডাকাত হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত হাবিব শ্রীমঙ্গলের গোলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।


পুলিশ জানায়, গত বছরের ২২ নভেম্বর রাতে সাতগাঁও চা বাগানের সহকারী ম্যানেজারের বাংলোতে ডাকাতি হয়। ডাকাতরা ঘরের মূল্যবান মালামাল লুট করে। এই ডাকাতির সাথে জড়িত মূল পরিকল্পনাকারী হাবিব আশিদ্রোন ইউনিয়নের জামসী গ্রামে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।


এছাড়াও শ্রীমঙ্গল থানার এসআই মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুলের গোপালপুর গ্রাম থেকে মাদককারবারি মো. হারিছ মিয়া (৬০) কে গ্রেফতার করেন।


এসময় গ্রেফতারকৃত হারিছ মিয়ার ঘর থেকে ৭০০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ সদস্যরা।


অপর এক অভিযানে এসআই মো. কামরুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রাম থেকে মো. সাহাব উদ্দিন (৩০) ও মো. মামন মিয়া (২৬) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, ডাকাত হাবিবসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আইনি ব্যবস্থা শেষে মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/রিয়ন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com