
নাটোরের নলডাঙ্গায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
২৫ জুন, মঙ্গলবার বিকেলে নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন - মাগুরা জেলার ত্রিপুর উপজেলার ত্রিকোল এলাকার বাসিন্দা ও বিজিবি সদস্য মোক্তাদুল আলম এবং নওগাঁ জেলার বাসিন্দা খলিলুর রহমান। খলিলুর সোনালী ব্যাংকে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের মৃত্যুর খবর শুনে বিজিবি সদস্য মোক্তাদুল আলম নওগাঁ থেকে সিএনজিতে করে নাটোরে আসছিলেন। এ সময় পথে নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকায় পৌঁছলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে খলিলুর রহমানের মৃত্যু হয়। এ সময় অপর তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিজিবি সদস্য মোত্তাদুল আলমের মৃত্যু হয়। এছাড়া আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে খলিলুর রহমান নামে একজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোক্তাদুল আলম নামে আরেকজনের মৃত্যু হয়। তাদের মরদেহ মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]