
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহেন্দ্র খাদে পড়ে চালক সোহেল ফকিরের (২৭) মৃত্যু হয়েছে।
২৪ জুন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের শাসনগাঁও এলাকার তারা মসজিদের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত সোহেল জেলার লৌহজং উপজেলার বেজগাঁও গ্রামের মৃত ফজু ফকিরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা মসজিদের সামনে মাহেন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে সোহেল মৃত্যুবরণ করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]