
খাগড়াছড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু ও আরেকজন আহত হয়েছেন।
২৪ জুন, সোমবার দুপুরে জেলা সদরের গুগড়াছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর হাসান। এ দুর্ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এ ঘটনায় মৃত আয়ুব মনছুরের (২৪) বাড়ি ফেনীর লস্করহাটে। এছাড়া আহত নাঈম হোসেন (২৫) ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক পর্যটনকেন্দ্র থেকে ঘুরে খাগড়াছড়ি হয়ে মোটরসাইকেলে রাঙ্গামাটি যাচ্ছিল আয়ুব ও নাঈম। রাঙ্গামাটি সড়কের গুগড়াছড়ি এলাকায় চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তারা। এই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আয়ুবের মৃত্যু হয়।
মৃত এ যুবক কুরআনে হাফেজ এবং ফেনীতে একটি মসজিদে দায়িত্বরত ছিল।
খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক মো. রিযাজ উদ্দিন বলেন, মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]