
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোসেন মামুনসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
ঘরের দরজাসহ আসবাবপত্র ভাঙচুর, হামলা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ফৌজদারি অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
এ ঘটনায় অন্য অভিযুক্তরা হলেন- কুমারী এলাকার কবিরার দোকানের বাসিন্দা নুরুল আমিন (৩০) ও নুরুল কাদের (২৭), বগাইছড়ি এলাকার বুড়িরজুমের বাসিন্দা রায়হান উদ্দিন অপু (২৫) ও চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর এলাকার বাসিন্দা নুরুল কবির (৫০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, অভিযুক্তরা গত ১৪ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পরিকল্পিতভাবে কাজী আবুল মোমিনের বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা রহিমা বেগম ও তার বোন তাছলিমা আক্তার লিজার উপর হামলা করে। এতে রহিমা বেগম ও তাছলিমা আক্তার লিজা আহত হন। এক পর্যায়ে অভিযুক্তরা ঘরে রক্ষিত নগদ ৬০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার কথা প্রকাশ করলে দুই বোনকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেন অভিযুক্তরা।
পরে এ ঘটনায় ভুক্তভোগী রহিমা বেগম প্রতিকার চেয়ে সোমবার (২৪ জুন) উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালতের বিচারক অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা গ্রহণের আদেশ দেন।
ভাঙচুর, হামলা, লুটপাটের ঘটনায় উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা নেওয়ার আদেশের সত্যতা নিশ্চিত করে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী মো. মামুন মিয়া বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা নেওয়ার জন্য লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে আদেশ দেন আদালত।
বিবার্তা/আরমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]