
সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেরাব হোসেন মেহেদি (ডেইলি ইন্ডাষ্ট্রি) সভাপতি ও ইলিয়াছ সুমন (বঙ্গসংবাদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৪ জুন, সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদ, আফতাব হোসেন মমিন ও সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন।
নির্বাচন পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তাছলিম হোসেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কেএম খুরশিদ আলম, দৈনিক চট্টগ্রাম খবরের চিফ রিপোর্টার ফারুক মনির, ইনকিলাবের জেলা প্রতিনিধি ওমর ফারুক, সুবর্ণচর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন সুমন ও জেলা যুবলীগ নেতা বিদ্যুৎ মহাজন।
কমিটিতে অন্যান্যরা হলেন, বাহার উল্যাহ বাহার ও নুরুল আলম সহ সভাপতি, রাসেল চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, ইলিয়াছ সুমন মোল্লা কোষাধ্যক্ষ, আবদুর রহিম রুবেল দফতর ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হলেন, সৈয়দ মনির আহমদ, ওবায়দুল হক, নান্টু লাল দাস, গাজী হানিফ, জহিরুল হক সজিব, আফতাব হোসেন মমিন, মো. ছালাহ উদ্দিন, শহীদুল ইসলাম ও কামাল উদ্দিন।
উল্লেখ্য, ক্লাবের নির্বাচনে ২৩ ভোটারের মধ্যে ২১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]