সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা হত্যা না অপমৃত্যু!
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১৪:২৯
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা হত্যা না অপমৃত্যু!
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিংড়ায় কুমগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসিফ (২০) নামে একজনের মৃত্যু ঘটনায় সিংড়া থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।


২৪ জুন, রবিবার ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।


পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে! ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা ও উদ্‌ঘাটন হবে এমনটি প্রত্যাশা অনেকের।


নিহত আসিফ ইটালী ইউনিয়নের ছাতুয়া গ্রামের সবুজ উদ্দিনের পুত্র এবং আয়েশ দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী।


নিহত আসিফের মামা জাকারিয়া জানান, আমার ভাগিনা আমাদের বাসা ছাতুয়া থেকে পড়ালেখা এবং দিনমজুরের কাজ করতো। প্রতিদিনের ন্যায় সে শনিবার সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়। সে পাশের কুমগ্রামে আফতাব উদ্দিনের পুত্র রিপনের বাসায় কাজ করতে যায়। দুপুর পর লোক মারফত শুনতে পারি আমার ভাগিনা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। আমরা খবর পাওয়ার পর দেখি


ভ্যানে করে আমার ভাগিনার লাশ আমাদের বাসার সামনে আনা হয়েছে।


জাকারিয়া আরও বলেন, আমাদের ডেকে ওই বাসায় কেনো নিয়ে যাওয়া হলো না। লাশ আমরা আনতাম। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলো কিছুই জানানো হয়নি। লোকজন ডাকা হয়নি। অভিভাবকদের হাতে তুলে দেয়া হলো না। এর পেছনে রহস্য আছে। তাকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি জানাই।


সিংড়া থানার ওসি আবুল কালাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পর লাশ উদ্ধার করে সিংড়া থানায় আনা হয়। তারপর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো করা হয়।


বিবার্তা/রাজু/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com