নাজিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ব্রিজের মালামাল বিক্রির অভিযোগ
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১৪:০৩
নাজিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ব্রিজের মালামাল বিক্রির অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় ২টি ব্রিজের লোহার মালামাল বিক্রির অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে ওই এলাকার স্থানীয়রা উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দীর্ঘা ইউনিয়েনের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজিব শিকদার ওই ওয়ার্ডের শহীদ জননী কলেজ থেকে ঘোষকাঠী রাস্তার চালিতাবড়ি খালের উপর সলেমান শিকাদারের বাড়ি সংলগ্ন রাস্তায় থাকা লোহার ব্রিজের মালামাল এবং একই রাস্তার ভূমি অফিসের পিছনের রাস্তার উপর থাকা ব্রিজের লোহার মালামাল খুলে নিয়ে যান। পরে ওই মালামালের কিছু অংশ বিক্রি করেন আর বাকী অংশ বাড়িতে রেখে দেন।


স্থানীয়রা জানান, ওই ইউপি সদস্য প্রায় ১০-১২টনের বেশী ওজনের ওই সব লোহার মালামাল প্রকাশ্যে খুলে নিয়েছেন। স্থানীয়রা তখন এ কাজে বাঁধা দিলেও বিষয়টি চেয়ারম্যান জানে বলে ওই ইউপি সদস্য তাদের জানান।


স্থানীয় লুৎফর শিকদার জানান, চালিতাবাড়ির খালের উপর গার্ডার ব্রিজ তৈরির করে দেয়ার কথা বলে গত ১৪ জুন ওই ওয়ার্ডের মেম্বার সেখানে থাকা লোহার ব্রিজ ভেঙ্গে নেন। স্থানীয় কদম আলী শিকদার নামে অপর এক ব্যক্তি জানান, ব্রিজ ভেঙ্গে নেয়ার পর সাধারণ মানুষের চলাচলে সমস্যা হওয়ায় স্থানীয়দের সহায়তায় সেখানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।


সরেজমিনে জানা যায়, ওই রাস্তার দুটি ব্রিজের একটিও নেই। একটিতে রাস্তা তৈরির জন্য বক্স কালভার্ট ও অন্যটিতে সাঁকো তৈরি করা হয়েছে। মেম্বারের বাড়ির সামনের উঠানে ব্রিজের লোহার দুটি পিলার ফেলে রাখা হয়েছে


তবে দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারী জানান, বিষয়টি তিনি জানেন না। আর এই বিষয়ে তার কাছে কেউ অভিযোগ করেননি।


উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


অভিযুক্ত ইউপি সদস্য রাজীব শিকদার এমন অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে এমন মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।


বিবার্তা/তাওহিদুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com