
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে বালুবাহী ট্রাক চাপায় আলাউদ্দিন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
২৩ জুন, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম গেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আলাউদ্দিন। এখন তার পুরো পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, মেডিকেল কলেজের প্রথম গেটে বালুবাহী একটি ট্রাকচাপা দেয় বৃদ্ধকে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহত বৃদ্ধের পকেটে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের একটি প্রেসক্রিপশন পাওয়া গেছে। সেখানে বৃদ্ধের নাম আলাউদ্দিন লেখা রয়েছে। তবে তার বাকি পরিচয় জানা যায়নি।
ধারণা করা হচ্ছে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন ওই বৃদ্ধ।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]