গণতন্ত্র পুণরুদ্ধারে কাজ করেছে শেখ হাসিনা: কুজেন্দ্র লাল ত্রিপুরা
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১৫:৪৫
গণতন্ত্র পুণরুদ্ধারে কাজ করেছে শেখ হাসিনা: কুজেন্দ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেখ হাসিনা গণতন্ত্র পুণরুদ্ধারে কাজ করেছে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধ ষড়যন্ত্র আজকের নতুন কিছু নয়। বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যা বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা একই সূত্রে গাঁথা।


তিনি বলেন, জনপ্রতিনিধি মানে সাধারণ মানুষের সেবক। সেবার জন্য সকলকে কাজ করতে হবে। আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করলে কেউ কষ্ট দিন যাপন করতে হবে না বলে তিনি মন্তব্য করেন।


২৩ জুন, রবিবার খাগড়াছড়ি সদর উপজেলা মিলনায়তনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন।


এ সময় তিনি আরো বলেন, দেশের জন্য চিন্তা করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও। যার কারণে তাকেও বঙ্গবন্ধুর হত্যাকারীরা বার বার হত্যার চেষ্টা চালিয়েছিল। এদেশকে স্বাধীনতার আগ থেকে বাংলাদেশের স্বাধীনতার পথে যেমন বাঁধা ছিল। তেমনি এদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে লক্ষ্যে গণহত্যা করা ও বঙ্গবন্ধু হত্যা একই সূত্রে গাঁথা বলে উল্লেখ করে তিনি এদেশকে এগিয়ে নিতে বর্তমান শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে বলে তুলে ধরে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।


নব নির্বাচিত খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম এর সভাপতিত্বে এতে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাজেব সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা নবাগত এসিল্যান্ড অঞ্জন কুমার দাশ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যানগণেরাসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা এতে অংশ নেন।


সভা শেষে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা নবনির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলমকে আশীর্বাদ করে পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসিয়ে দেন।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com