
পিরোজপুরের ইন্দুরকানীতে পৃথক পৃথকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে।
২৩ জুন, রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এম মতিউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, কৃষকলীগের সভাপতি রুহুল আমিন বাগা, মহিলালীগের সভানেত্রী দিলরুবা মিলন নাহার, জেপি নেতা কাওছার আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইয়াকুব আলী হাওলাদার, যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সাধারণ সম্পাদক শাহীন গাজী প্রমুখ।
অপর পক্ষে পুরাতন আওয়ামী লীগ অফিসের সামনে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হক দুলালের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আনন্দ র্যালি, কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খসরু, সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেন, যুবলীগের সহ সভাপতি মেহেদি হাসান রিপন, আবু বক্কর সিদ্দিক লাভলু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এম ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিবার্তা/শামীম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]