
বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
২৩ জুন, রবিবার সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার ওসি সেলিম রেজা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)।
মৃতদের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। রবিবার সকালে তিনি তার খালাকে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে যান। সৈকত গরুর দুধ বিক্রি করতে ওই বাজারে যান। রত্নার বাবার বাড়ি এবং সৈকতের বাড়ি একই গ্রামের হওয়ায় তারা মহাসড়কের পার্শ্বে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী একটি কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় এবং পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাদের লাশ নিয়ে বাড়ি চলে যায়।
কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। স্থানীয়রা পুলিশকে জানিয়ে মৃত দুজনের লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। ঢাকাগামী বাসটি শনাক্ত করা যায়নি।
পুলিশ মৃতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে গেছে। তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]