
ফেনীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) মধ্যরাতে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রানীরহাট বাজার সংলগ্ন আল আমিন একাডেমি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লক্ষীপুরের বাসিন্দা মো. সুমন (১৮) পেশায় রাজমিস্ত্রি। তিনি কাজীরবাগ ইউনিয়নের অশ্বদীয়া গ্রামের রিপন কলোনিতে পরিবার নিয়ে ভাড়াবাসায় থাকতেন। তার পিতার নাম মো. বশীর আহাম্মদ । কলোনি এলাকায় কিশোর গ্যাংয়ের সাথে তার সখ্যতা ছিল। মধ্যরাতে তারা একই গ্রুপ কলোনিতে আড্ডা দিচ্ছিল। এ সময় বাকবিতণ্ডার জেরে সুমনকে ছুরিকাঘাত করে তারই এক বন্ধু।
কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মেদ সোহাগ বলেন, ছেলেটি রাজমিস্ত্রির কাজ করতো। ঘটনা শুনে আমরা হাসপাতালে দেখতে এসেছি। সুমন তার বন্ধুর হাতেই ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলেন জানান তিনি।
ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রায়হান উদ্দিন বলেন, রাতে হাসপাতালে এক যুবককে ছুরিকাঘাত অবস্থা নিয়ে আসা হয়। পরীক্ষানিরীক্ষা শেষে তাকে আমরা মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার ওসি শহীদুল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
বিবার্তা/মনির/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]