
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি গুদাম ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও ভোগড়া বাইপাস মডার্ন ফায়ার স্টেশনের দুইটিসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]