চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে স্বর্ণের বারসহ ভারতগামী যাত্রী গ্রেফতার
প্রকাশ : ২২ জুন ২০২৪, ১৪:২৬
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে স্বর্ণের বারসহ ভারতগামী যাত্রী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ৭টি স্বর্ণের বারসহ এক ভারতগামী যাত্রীকে গ্রেফতার করেছে বিজিবি।


গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রাণীনগর গ্রামের মৃত বেলাল উদ্দিন আহমেদের ছেলে মো. হামিদুল হক (৬১)।


২২ জুন, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


গোয়েন্দা সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জুন) সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রী তল্লাশির কার্যক্রম পরিচালনা করে।


এক পর্যায়ে শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টায় মো. হামিদুল হক নামে ভারতগামী এক যাত্রীকে তল্লাশি করলে তার কোমরের বেল্টের ভেতর থেকে ৭টি স্বর্ণেরবার পাওয়া যায়।


বিজিবি জানায়, যার আনুমানিক মূল্য ৭৪ লাখ ১০ হাজার ১৫৬ টাকা। এছাড়াও গ্রেফতার ব্যক্তির কাছ থেকে ভারতীয় ৫ হাজার ৮০০ রুপি ও বাংলাদেশি ১৮ হাজার ৪০০ টাকা পাওয়া যায়।


এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com