লক্ষ্মীপুরে প্রবাসীর ঘরের তালা ভেঙে টাকা-স্বর্ণ চুরি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ২০:০৫
লক্ষ্মীপুরে প্রবাসীর ঘরের তালা ভেঙে টাকা-স্বর্ণ চুরি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে প্রবাসীর ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি করে নিয়েছে একটি চোরের দল।


২০ জুন, বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে বাসায় এসে ঘটনাটি জানতে পারেন প্রবাসীর স্ত্রী।


এর আগে বুধবার (১৯ জুন) রাতে লক্ষ্মীপুর পৌরসভার গণি হেডমাস্টার সড়কের নুরমিয়া পণ্ডিত বাড়ির সিংগাপুর প্রবাসী ফিরোজ আলমের বাসায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, সোমবার (১৭ জুন) ঈদের দিন বিকেলে প্রবাসীর স্ত্রী তুহিন আক্তার রুমি তার বাবার বাড়ি লাহারকান্দি গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন, বাসার দরজা খোলা। এতে বাসায় এসে দেখেন সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমারির ড্রয়ারগুলোর তালা ভাঙা। তবে আলমিরাতে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৪০ হাজার টাকা পাওয়া যায়নি। চোরের দল ওই টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। এছাড়া ঘরে থাকা বিদেশি কিছু পণ্যও চুরি করে নিয়ে গেছে।


প্রবাসীর স্ত্রী তুহিন আক্তার রুমি বলেন, আমি বাবার বাড়িতে ছিলাম। এর মধ্যে ঘরের দরজার তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। আমি এখানে একা থাকি। ঘটনাটি নিয়ে এখন খুব ভয় হচ্ছে।


লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। থানায় জিডি করতে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/সুমন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com