জনস্বার্থকে অগ্রাধিকার দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রীর
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১৯:৩৯
জনস্বার্থকে অগ্রাধিকার দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রীর
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি।


২০ জুন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের মিনি হলরুমে আয়োজিত সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ।


প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের প্রতিটি কর্মসূচি হবে জনগণকে কেন্দ্র করে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞান ভিত্তিক ও কল্যাণমুখী দক্ষ ও স্মার্ট প্রশাসন আমরা গড়ে তুলতে চাই। যাতে জনগণ উন্নত এবং মানসম্মত সেবা পায়। আমাদের লক্ষ্য যে আমাদের স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট ইকনোমি হবে, স্মার্ট গভর্নমেন্ট হবে এবং স্মার্ট সোসাইটি হবে।


তিনি বলেন, দেশকে আমরা ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এবং সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। এই যাত্রাকে সফল করেই ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো।


প্রতিমন্ত্রী আরও বলেন, দেশ স্বাধীন হয়েছে বলেই আজকে সকল উচ্চপদে বাঙালিরা অবস্থান নিয়েছেন। আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা এখন পাকিস্তান থেকে অনেক এগিয়ে গেছি। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা কম কথা নয় কিন্তু স্বাধীনতার পরপরই জাতির পিতা আমাদের একটি সংবিধান দিয়ে যান। যে সংবিধানে মানুষের আর্থসামাজিক উন্নয়নের সব দিক নির্দেশনা রয়েছে এবং সেই সংবিধানের ২১ এর (২) অনুচ্ছেদে বলা হয়েছে- ‘সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের প্রত্যেক ব্যক্তির কর্তব্য।' সেখানে কিন্তু জনসেবার কথাটা বারবার বলা হয়েছে এবং জাতির পিতা শেখ মুজিব প্রধানমন্ত্রী হওয়ার পর নিজেকেই জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন।


জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে এবং সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করতে হবে। জনস্বার্থে পরিপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


মতবিনিময়কালে সরকারের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।


উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে মতবিনিময় সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ।


অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ ও পৌর মেয়র সাজেদুর রহমান মিঠুসহ সরকারি দপ্তরের সকল দপ্তর প্রধান, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারের অন্যান্য ইউনিটের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com