
রাঙ্গামাটির সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে।
১৮ জুন, মঙ্গলবার সন্ধ্যায় জেলার দীঘিনালার মাইনী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত পর্যটকের নাম রাজিব শেখ (২৫)। তিনি মোটরসাইকেলে করে বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে এসেছিলেন।
খাগড়াছড়ির সদর থানার ওসি তানভীর হাসান জানান, রাজীব শেখসহ চার পর্যটক সাজেক ভ্রমণ শেষে দু’টি মোটরসাইকেলে করে খাগড়াছড়িতে ফিরছিলেন। এসময় মাইনী বেইলি ব্রিজের উপর এক আরোহীসহ দুর্ঘটনার শিকার হন রাজীব শেখ। তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]