ঈদের দিন বিকেল পর্যন্ত ঢামেকে আহতের সংখ্যা ১৫০
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১৭:৪৬
ঈদের দিন বিকেল পর্যন্ত ঢামেকে আহতের সংখ্যা ১৫০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই, মাংস কাটতে গিয়ে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মৌসুমী কসাই আহত ১৫০ জন মৌসুমী কসাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।


১৭ জুন, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আহত অবস্থায় মৌসুমী কসাইদের ঢাকা মেডিকেল জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।


আহতরা হলেন, ঢাকার রামপুরার জয়নাল, লালবাগের শফিউল্লাহ, পোস্তগোলার জীবন, জুরাইন নাসির উদ্দিন, খিলগাঁও বশির আহমেদ, মিরপুরের রাকিব হোসেন, যাত্রাবাড়ী সোলাইমান, বংশালের শফিক আহমেদ, সুত্রাপুরের সুজন বেপারী, রায় সাহেব বাজারের দুলাল মৃধাসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা মৌসুমী কসাই।


এছাড়া গাজীপুরের জয়নাল, আবদীন, কাপাসিয়ার রফিকুল ইসলাম, দাউদকান্দির রহিম ব্যাপারীসহ জেলার আরও মৌসুমী কসাই চিকিৎসা নিচ্ছেন।


লালবাগ থেকে আহত শফিউল্লাহ জানান, আমি গরু ফেলার পর জবাই শেষে ভুড়ী কাটার সময় ধারালো ছোড়া আমার বাম পাশের গালে আঘাত করে।


সূত্রাপুরের সুজন ব্যাপারী জানান, আমি গরু জবাই শেষে মাংস কাটার সময় আমার ডান হাতে ছুরি বিদ্ধ হয়।


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আমির হোসেন ও বাবুল নামে দুইজন মৌসুমী কসাই একটি গরু জবাই করার সময় গরুর শিংয়ের গুতায় দুইজন আহত হন। এদের দুজনকে ভর্তি রাখা হয়।


ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত সহকারি ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া জানান, আজ সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ১৫০ জন মৌসুমি কসাই আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের অনেকে পায়ে, হাতে, গালে, মাথা পিঠসহ বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছেন। এই ঘটনায় নারায়ণগঞ্জের সোনার গাঁওয়ের দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন।


বিবার্তা/বুলবুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com