ফাঁকা উত্তরের পথ ; স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০০:৩৬
ফাঁকা উত্তরের পথ ; স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাত পোহালেই ঈদ। ফাঁকা উত্তরের পথ,ঈদযাত্রার শেষ দিনে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষজন। এমন চিত্র দেখা মিলে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। নেই কোন যানজট, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি চালক ও যাত্রীরা।


১৬ জুন রবিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় কোন প্রকার যানজটের ভোগান্তি ছাড়াই নির্বিগ্নে বাড়ি ফিরছে মানুষ।


এর আগে অতিরিক্ত গাড়ির চাপ ও রাতে টোল আদায় বন্ধ থাকায় ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ী পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কমতে শুরু করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


পাবনাগামী যাত্রী শুভ মিয়া বলেন, আগে এই মহসাড়কে যানজট লেগেই থাকতো। আর বর্তমানে যানজট ছাড়াই এত সহজে বাড়ি আসতে পারব কখনও চিন্তাও করেনি।


বাস চালক জমির খান বলেন, মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু কোন যানজট নেই। তবে গাড়ির চাপ আছে। যানজট না হওয়াতে কোন প্রকার ভোগান্তি হয়নি। স্বস্তিতে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে পেরে খুব ভালো লাগছে।


এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক আছে। ভোর রাতে যানবাহন বিকল ও টোল প্লাজা কয়েকবার বন্ধ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com