
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় মায়ের সাথে গোসল করতে নেমে রাব্বি (৫) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন সন্ধ্যা পর্যন্ত খোঁজ করে কোন হদিস পায়নি।
১৬ জুন, রবিবার বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ছয় নম্বর এবং পাঁচ নম্বর ফেরিঘাট এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়।
শিশু রাব্বি জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহির চর এলাকার ছাত্তার মেম্বার পাড়ার আমিরুল ইসলাম এর ছেলে। আমিরুল ইসলাম পেশায় দিন মজুর। ঘাট এলাকায় হকারি এবং শ্রমিক হিসেবে কাজ করে।
ঘটনা সূত্রে জানা যায়, শিশুটিকে পাশে বসিয়ে মা কাপড় চোপড় ধুতে ব্যস্ত হয়ে পরে। হঠাৎ পাশে তাকিয়ে দেখে রাব্বি নেই। সাথে সাথে তার কান্নার আওয়াজে স্থানীয় লোকজন পানিতে নেমে খোঁজ করে। ঘন্টা খানেক পর পাটুরিয়া ঘাট থেকে বিআইডব্লিউটিএ এর সাঁতারু টিম যোগ দেয় শিশুটি খোঁজ করতে।
বিআইডব্লিউটিএ এর পোর্ট অফিসার মামুনুর রশীদ বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা হামজা এর ডুবুরি দল সহ ঘটনা স্থলে এসেছি। এখনো শিশুটি উদ্ধার হয়নি তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তর কুমার ঘোষ বলেন, শিশুটি নিখোঁজের সংবাদ পাওয়ার সাথে সাথে থানা থেকে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ এর ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। আগামীকাল সকাল থেকে উদ্ধার কাজ আবার শুরু হবে।
বিবার্তা/মিঠুন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]