
রাজধানী মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মো. আলম হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
১৬ জুন, রবিবার দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে, খিলগাঁও ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মোহাম্মদ আবু বক্কার সিদ্দিকী বলেন, আমার বাবা পান সুপারির ব্যবসা করেন। আজ দুপুরে তিনি দোকানের জন্য শান্তিনগর বাজারে পান সুপরি আনতে যাওয়ার সময় মালিবাগ রেলগেটে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে। পরে আমার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার বাবাকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, আমাদের বাড়ি নোয়াখালী জেলার, সোনাইমুড়ি থানার বটগ্রামের সিরাজুল হকের ছেলে ছিলেন তিনি। বর্তমানে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]