গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল আজহা উদযাপিত
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১৫:০৭
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল আজহা উদযাপিত
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।


রবিবার (১৬ জুন) সকাল ৬টায় ঈদের প্রথম জামাত এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম শেখ।


ঈদুল আজহার এই জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ জেলার বিভিন্ন স্থান থেকে কয়েকশ মুসল্লি অংশ নেন।


ঈদের জামাতে নারীদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়। নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে ।


সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর এখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করা হয়ে থাকে।


তিনি বলেন, ‘ঈদুল আজহা হলো ইসলাম ধর্মের একটি প্রধান উৎসব, নবী ইব্রাহিম আল্লাহকে কতটুকু ভালবাসেন তাঁর একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহতায়ালা। আল্লাহ স্বপ্নে ইব্রাহিমকে বলেন- হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি করো। এর প্রেক্ষিতেই মুসলমানরা কোরবানি দিয়ে থাকেন।’


বিবার্তা/হুমায়ুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com