
রাজধানীর মহাখালী টার্মিনালে একটি বাসের চালকসহ চারজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়েছেন।
শনিবার রাত সারে ৮টার দিকে ঢাকা-নেত্রকোনা রুটের নেত্রকোনা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।
তারা হলেন- বাস চালক মো. শাহিন (৩০), সুপারভাইজর রফিকুল (২৬), হেলপার সৌরভ (২৭) ও রবিন (২৫)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. শাকিল জানান, তারা চারজন নেত্রকোনা বাসের স্টাফ। রাতে নেত্রকোনা থেকে ঢাকায় আসে বাসটি। মহাখালী টার্মিনালে ঢুকে চালক শাহিন বাদে বাকি তিনজনই বাসের মধ্যে অচেতন হয়ে পরে থাকে। শাহিন হালকা অচেতন হয়। পরে তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
বাস চালক শাহিন জানান, নেত্রকোনা থেকে বাস নিয়ে রাতে মহাখালীতে আসি। টার্মিনালে ঢুকার আগ দিয়ে এক ব্যক্তি আমাদের ঠান্ডা পানি খেতে দেয়। গড়ম থেকে আসছেন ঠান্ডা পানি খান, আরাম লাগবে। তখন আমরা সবাই পানি পান করি। এরপর বাসটি টার্মিনালে ঢুকতেই লোকটি পালিয়ে যায়। ধারনা ওই ব্যক্তি অজ্ঞান পার্টির সদস্য। আমাদের অচেতন করে টাকা পয়সা হাতিয়ে নিতে এসেছিল। তবে কিছু নিতে পারে নাই।
ঢাকা মেডিকেল কলেজ হসপাতালের পুলিশ ক্যাস্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মহাখালী খেকে চারজনকে হাসপাতালে নিয়ে আসে সহকর্মীরা। তারা অজ্ঞান পার্টির কবলে পরেছিল। জরুরি বিভাগে তাদের স্টোমাক (পাকস্থলী) পরিস্কার করে ওয়ার্ডে পাঠানো হয়েছে।’
বিবার্তা/বুলবুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]