আখাউড়ায় পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১৪:৩৭
আখাউড়ায় পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ডুবে জুনায়েদ (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৪ জুন) দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের পুকুরে ডুবে মৃত্যু হয় তার।


জুনায়েদ বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের জলিল মিয়ার ছেলে। সে তার মা আকলিমা আক্তারের সঙ্গে আখাউড়া পৌর শহরের কলেজপাড়া ভাড়া বাসায় বসবাস করত। এবং ওই এলাকার আল-মদিনা তাহফিজুল কোরআন মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।


নিহত জুনায়েদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, জুনায়েদ মা বাবা প্রায় ৮ বছর থেকে আলাদা রয়েছে। একমাত্র ছেলে জুনায়েদকে নিয়েই মা আকলিমা আক্তার বসবাস করতেন। দুপুরে জুনায়েদ কোরবানির পশুর হাটে গরু দেখার জন্য বাসা থেকে বের হয়। দুপুর গড়িয়ে গেলেও জুনায়েদ বাসায় না ফেরায় মা আকলিমা আক্তার খুঁজতে বের হয়ে শুনে এক মাদরাসা শিক্ষার্থী পানিতে পড়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের পাশে থাকা একটি গাছ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে। দুই-তিনবার এভাবে লাফ দেওয়ার পর শিশু জুনায়েদ পুকুরের পানিতে তলিয়ে যায়। এ সময় ঈদুল আজহা উপলক্ষ্যে কলেজ মাঠের পশুর হাটে আসা লোকজন জুনায়েদকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।


আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, সাঁতার না জানায় পুকুরে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com