
নরসিংদীর পাঁচদোনায় কাভার্ডভ্যানের সঙ্গে রিকশার সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
১৪ জুন, শুক্রবার বিকেলে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাকিজা টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে ৩টায় সদর উপজেলার ভাটপাড়া থেকে ছেড়ে আসা এক যাত্রীবাহী রিকশা পাঁচদোনায় আসার পথে পাকিজা টেক্সটাইল মিলের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী রিকশাটি সড়ক পার হচ্ছিল। এতে ঘটনাস্থলে রিকশায় থাকা এক যাত্রীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক মৃত যাত্রীর বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও তিনি একজন কাপড় ব্যবসায়ী বলে জানা যায়।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]