
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে এক মেয়ে নবজাতকের (আনুমানিক ১ দিন) মৃতদেহ উদ্ধার করেছে ঢামেক পুলিশ।
১৪ জুন, শুক্রবার সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের প্রধান গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে আসা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ফুটপাতে একটি ব্যাগের ভিতরে রাখা ছিল নবজাতকটি। ব্যাগে মেয়ে নবজাতক রয়েছে বলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তারা পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে পুলিশ ক্যাম্প থেকে শাহবাগ থানায় খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, কে বা কারা নবজাতকটিকে ব্যাগের ভিতরে সেখানে রেখে যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]