
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
১৩ জুন, বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের টুঙ্গীপাড়ায় গরুর বাজার থেকে ফেরার পথে বজ্রপাতে কালু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন সঙ্গে থাকা তার হোসাইন (৩২) নামে তার এক ভাতিজা।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, বাজারে গরু বিক্রি করে তারা বাড়িতে ফেরার পথে এই ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি উপজেলার তারুয়া গ্রামে। নিহতের মৃতদেহ পরিবার নিয়ে গেছে।
এদিকে, সন্ধ্যায় জেলার নবীনগরে মেঘনা নদীতে বজ্রপাতে মো. জনি (২৫) বাল্কহেড নৌকার শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার বাইশমোজা গরুর বাজার এলাকায় এই দুর্ঘটনার ঘটে। নিহত জনি জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের মিয়া শাহ এর ছেলে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম জানান, বজ্রপাতে আহত হওয়ার পর অচেতন অবস্থায় জনিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]