কালিহাতীতে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১৭:১৭
কালিহাতীতে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে নিজস্ব অর্থায়ানে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দাস পবিত্র। দাস পবিত্র বাংলা টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার কালিহাতী প্রতিনিধি।


১৩ জুন, বৃহস্পতিবার সকালে উপজেলার এলেঙ্গা পৌরসভাস্থ সিকদার প্লাজার দ্বিতীয় তলা বাংলা টিভির অফিস থেকে কালিহাতীতে কর্মরত ৩৫ জন সাংবাদিকের মাঝে এ উপহার বিতরণ করা হয়।


বিতরণী সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিনি, দুধ, সেমাই, তেল, পিয়াচ, রসুন, কিসমিস, এলাচ, দারুচিনি ও জিরা।


বিতরণকালে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশীদ আহম্মেদ আব্বাসী, মো.দুলাল হোসেন, মনিরুজ্জামান মতিন, কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি রাইসুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান শেলী প্রমুখ।


এসময় দাস পবিত্র বলেন, কোন প্রাপ্তির জন্য এ বিতরণ নয়। আমি কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সদস্যদের পাশে অতীতেও ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো।


প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক রশীদ আব্বাসী বলেন, আসলেও কারো সাথে না মিশলে তার সম্পর্কে জানা যায়না। দাস পবিত্র’র সাথে ঘনিষ্ঠভাবে মিশে যতটুকু জানতে পারি তিনি সাংবাদিকদের বিপদ-আপদে সর্বসময় পাশে থাকে। তার ভবিষ্যত মঙ্গল কামনা করে এবং উপস্থিত সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ ও বিপদে সবাইকে একত্রে থাকার পরামর্শ দেন।


বিবার্তা/বাবু/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com