
ঢাকার ধামরাইয়ে এক অটোরিকশা চালক হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
১৩ জুন, দুপুরে সাভারের নবীনগর র্যাব ৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
র্যাব জানায়, গত ৯ জুন রাতে সাভারের নামা বাজার থেকে কালাম বিশ্বাস নামের এক অটোরিকশা চালকের রিকশা ভাড়া নেন যাত্রীবেশী চার যুবক। পরে অটোরিকশা চালক চার যাত্রী নিয়ে ধামরাইর কুল্লা ইউনিয়নে বাড়িগাঁও এলাকায় পৌঁছলে যাত্রীবেশী চার যুবক ওই অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ও তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পরে ১০ জুন সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের পরিবার ধামরাই থানায় অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশের পাশাপাশি র্যাব ৪ ও মামলাটি ছায়া তদন্ত শুরু করেন। পরে রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাভার ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে চার হত্যাকারীকে আটক করে র্যাব।
আটক চার হত্যাকারীর নাম শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত, বিশ্বনাথ মনি দাস, বিজয় মনি দাস ও শ্রীকান্ত কর্মকার।
র্যাব আরও জানায়, আটককৃত চারজন পরস্পর বন্ধু। তারা একটি মোটরসাইকেল কেনার জন্য অটোরিকশাটি ছিনতাই করেন। সেই অটোরিকশা বিক্রির টাকা দিয়ে মোটরসাইকেল কেনার প্রস্তুতি নেন।
আটক চার আসামিকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]