সাভারে নারী ও শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১১:৫৯
সাভারে নারী ও শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে এক নারী ও তার শিশু সন্তানকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।


এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।


১২ জুন, বুধবার রাতে সাভার পৌর এলাকার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে দক্ষিণপাড়া এলাকার গৃহবধূ নূপুর রায় ও তার শিশু সন্তান প্রিতি রায়কে মারাত্মকভাবে পিটিয়ে আহত করেন তার দেবর। পরে স্থানীয়রা খবর পেয়ে মা ও সন্তানকে দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসা করান।


এ বিষয়ে সাভার মডেল থানার ওসি শাহ জামান বলেন, তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরিফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com