ময়নাতদন্তের জন্য ফেনীর গফুর ভুঞার লাশ উত্তোলন
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১৮:৫০
ময়নাতদন্তের জন্য ফেনীর গফুর ভুঞার লাশ উত্তোলন
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে দাফনের ১২ দিন পর এক প্রবাসীর মরদেহ উত্তোলন করা হয়েছে। ১২ জুন, বুধবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট আবদুর রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।


এসময় আরও উপস্থিত ছিলেন, দাগনভুঞা থানার ওসি আবুল হাশিম, উপজেলা মেডিকেল অফিসার ডা. আসিফ ইনতেছার, মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়া, নিহত গফুর ভুঞার ছেলে লিয়াকত হোসেন রাজু, রাকিব হোসেন ও রিয়াদ হোসেনসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।


এর আগে, গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা দাগনভুঞা থানার পরিদর্শক (তদন্ত) রাসেল মিয়ার আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন দাগনভুঞা আমলি আদালত।


জানা গেছে , গত ২৯ মে ফেনীর দাগনভূঞা পৌর শহরের হাসপাতাল রোডের অভিরামপুর এলাকায় ৫ তলা ভবন দখল করতে নারকীয় তাণ্ডব চালিয়েছিল স্থানীয় সন্ত্রাসীরা। হামলাকারি বিদ্যুৎ, পানি ও গ্যসের লাইন কেটে দেয়। এরপর ১ জুন ভবনটির আহত মালিক আবদুল গফুর ভূঞা মারা যাওয়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।


৪ জুন নিহতের ছেলে রিয়াদ হোসেন বাদী হয়ে ফেনীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।


দাগনভূঞা আমলী আদালতের বিচারক ফারহানা লোকমান মামলাটব রুজু করে আসামিদের গ্রেফতারের জন্য দাগনভুঞা থানার ওসিকে নির্দেশ দেন।


২৯ মে দুপুরে ৫০ জন যুবক ভূঞা ম্যানশনে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর সবকটি মিটার ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পানির মোটর খুলে নিয়ে যায়। নিচতলার বাসার বাইরে দরজা আটকিয়ে দ্বিতীয় তলায় গফুর ভূঞার বাসায় হানা দেয়। কিছু বুঝে উঠার আগেই গফুর ভূঞা, তার স্ত্রী, ছেলে, মেয়ে, পুত্রবধূ ও দেড় বছর বয়সী নাতনিকে বেদম মারধর করে। এ সময় আসবাবপত্র ভাঙচুর ও তাদের ব্যবহৃত সবকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।


দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম জানান, আদালতের নির্দেশের হত্যা মামলা এফআইআর করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে আসামিগণ পলাতক রয়েছে। বুধবার আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com