চট্টগ্রামে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১৩:৪২
চট্টগ্রামে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়া ৩ প্রতারককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।গ্রেফতারকৃত তিন আসামি হলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের বহদ্দার হাট এলাকার বাসিন্দা মোজাম্মেল হক চৌধুরী, একই এলাকার মহিউদ্দীন এবং ইলিয়াস বাবুল।


১২ জুন, বুধবার সকালে আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


এর আগে, ১১ জুন, মঙ্গলবার রাতে উপজেলার পদুয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।


স্থানীয়রা জানান, সন্ধ্যায় একটি প্রাইভেটকারযোগে দু’জন লোক পদুয়া স্টেশনের দক্ষিণে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কয়েকটি অটোরিকশা থামিয়ে কাগজপত্র দেখাতে বলে। পরে মামলার ভয়-ভীতি দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়। পদুয়া বাজারের দু’টি ফলের দোকান থেকে ফলমূল নিয়ে গাড়িতে রেখে চলে যাওয়ার সময় দোকানিরা টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে নিজেদের পুলিশ দাবি করে গাড়িতে লাগানো পুলিশ স্টিকার দেখিয়ে হুমকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে।


তারা আরও বলেন, এ সময় ব্যবসায়ীদের সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়। পুলিশের কাছে তারা নিজেদের ভুয়া পুলিশ বলে স্বীকার করেছে। এ সময় তাদের সঙ্গে থাকা প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।


লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া পুলিশ পরিচয় দিয়ে জনগণের হাতে আটক তিনজনকে থানা হেফাজতে আনা হয়েছে। বুধবার সকালে আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com