
বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকা থেকে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১১ জুন, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পৌরসভা এলাকার কলিঙ্গাবিল গ্রামের একটি আম গাছের ডাল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
নুরুল ইসলাম কলিঙ্গাবিল গ্রামের বাসিন্দা মৃত মফিজুর রহমানের ছেলে। তার ৪ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রয়েছে।
ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।
খবর পেয়ে রাতেই নুরুল ইসলামের লাশ উদ্ধার করে বুধবার (১২ জুন) সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠায় পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে বাড়ির উত্তর পাশে আম গাছের একটি ডালে ফাঁস লাগা অবস্থায় নুরুল ইসলামকে ঝুলতে দেখেন স্ত্রী ফাতেমা বেগম। পরে তিনি ঘটনাটি ছেলে মো. রফিককে জানালে, রফিক তার চাচা তাজুল ইসলমসহ স্বজনদের জানান।
এদিকে মৃত নুরুল ইসলামের স্ত্রী জানান, রাতে খাওয়া দাওয়ার পর স্বামীসহ তারা ঘুমিয়ে পড়েন। পরক্ষণে ঘুম ভেঙ্গে গেলে দেখেন পাশে স্বামী নুরুল ইসলাম নেই। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাহির হয়ে দেখেন, ঘরের পাশের একটি আম গাছের ডালে নুরুল ইসলাম ঝুলে আছেন। তবে কেন বা কী কারণে নুরুল ইসলাম আত্মহত্যা করেছেন, তা বলতে পারছেন না স্ত্রী ফাতেমা বেগম।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, মৃত নুরুল ইসলামের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।
বিবার্তা/আরমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]