খাগড়াছড়িতে আম পরিবহনে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৬:১২
খাগড়াছড়িতে আম পরিবহনে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ি থেকে সমতলে আম পরিবহনে পথে পথে টোলের নামে চাঁদাবাজি, ভোগান্তি, তিন প্রতিষ্ঠানের অতিরিক্ত মাত্রায় টোল আদায় ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতি,সম্মিলিত কৃষক সমাজসহ বিভিন্ন ফলন বাগান সমিতি।


১০ জুন, সোমবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে।


মানববন্ধন থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধসহ চার দফা আদায় না হলে খাগড়াছড়ি বাজার বয়কট ও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। এ সময় টোল কেন্দ্র জেলা পরিষদ থেকে শুরু করে প্রশাসনিক কার্যালয় ঘেরাও হুঁশিয়ারি দেন বক্তারা।


বক্তারা আরো অভিযোগ করে বলেন, খাগড়াছড়ি থেকে এক গাড়ি আম অন্য জেলায় পাঠাতে অতিরিক্ত দশ থেকে বারো হাজার টাকা ব্যয় হয়। অতিরিক্ত টোল আদায়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে আসতে অনীহা প্রকাশ করছেন। ফলে আম বাগানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়।


এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু, সভাপতি তরুণ আলো দেওয়ান, খাগড়াছড়ি মারমা ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশি চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট জ্ঞান জ্যোতি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য ফল উৎপাদন ও বিপণন সমবায় সমতিরি সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, দক্ষিণ খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সভাপতি আবু তাহের ও পানছড়ি ফলদ বাগান মালিক সমিতির সভাপতি দেবাশীষ চাকমা।


মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসন এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বসে অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে সমাধানের আশ্বাস দেন।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com