
ফেনীতে বজ্রপাতে আনোয়ার হোসেন (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
৯ জুন, রবিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ার উত্তর কাশিমপুর হাফেজিয়া মাদরাসা সংলগ্ন কালামিয়া নতুন বাড়ির নূর করিমের ছেলে। সে উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসায় ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাবার সঙ্গে গরু নিয়ে উত্তর কাশিমপুর নিলানজলায় যান আনোয়ার। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার সুপার মো. কামাল উদ্দিন জাফরি বলেন, আনোয়ার মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। ছেলে হিসেবে অনেক ভালো ছিল। তার আকস্মিক মৃত্যুতে সবাই শোকাহত।
পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন বলেন, দুপুরের দিকে মাঠে গরু আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানতে পারব।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]