
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ সমর্থক বরুণ বিকাশ চাকমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৯ জুন, রবিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
শনিবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে পানছড়ির দুর্গম দুদুকছড়ার হাতিমারা এলাকায় তিন থেকে চারজন অস্ত্রধারী বাসায় ঢুকে বরুণ বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করে। বরুণ আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপের সমর্থক ছিলেন। এ ঘটনার জন্য জনসংহতি সমিতি সন্তু গ্রুপকে দায়ী করেছে সংগঠনটি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]