
চট্টগ্রামে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের শব্দ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনিরুজ্জামান রাফি নামে (২৫) এক যুবক খুন হয়েছেন।
৯ জুন, রবিবার ভোরে পতেঙ্গা থানার সমুদ্রসৈকতে প্রবেশের পথে গোল চত্বরের পাশে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ভোররাতে মোটরসাইকেলে করে কিছু যুবক পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে সৈকতের গোলচত্বর এলাকায় মোটরসাইকেলের সাইলেন্সার পাইপে শব্দ করাকে কেন্দ্র করে দুই দল যুবকের কথা কাটাকাটি হয়। বিষয়টি প্রাথমিকভাবে নিজেরা সমাধান করে নেন। কিন্তু ঘটনায় ৪০ থেকে ৪৫ মিনিট পর একটি পক্ষ অপর পক্ষের ওপর হামলা করে।
এতে ছুরিকাঘাতে আহত রাফি ও রায়হান নামে দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে রাফিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়হান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]