পিরোজপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১২:১৯
পিরোজপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নেছারাবাদে শুভেচ্ছা নামের এক বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুন) সকালে নেছারাবাদ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সাকিল (২৬), মো. সাইফুল (৩৭)। সাকিল ওই গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে। এছাড়া সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশাল যাচ্ছিলেন। কিন্তু তারা কুনিয়ারি বেইলি ব্রিজের উপর উঠলে সামনে থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ তাদের পিষে দেয়। পুলিশ বাসের ড্রাইভারকে আটক করে বাসটি জব্দ করেছে।


প্রত্যক্ষদর্শী মো. বাদশা মিয়া বলেন, মোটরসাইকেলটি বাস দেখে ধীর গতিতে চালিয়ে ব্রিজের উপর উঠে। এসময় সামনে থেকে বাসটি দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। স্থানীয়রা মিলে হাত ইশারা দিয়ে ড্রাইভারকে থামতে বললেও ড্রাইভার তাদের পিষে ব্রিজের ঢাল থেকে অনেকদূর নিয়ে যায়। তড়িঘড়ি করে সবাই মিলে আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে পাঠিয়েছি।
নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।
নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো. পনির খান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com