
নারায়ণগঞ্জের সোনারগাঁও এর মদনপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক পুলিশ সদস্য সর্বস্ব খুয়িয়েছেন।
৮ জুন, শনিবার দুপুর ১২ টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তার পাকস্থলী ওয়াশ দিয়ে চিকিৎসকের পরামর্শে মেডিসিন ওয়ার্ডের ভর্তি রাখা হয়েছে।
পুলিশ সদস্যের স্ত্রী আসমা খাতুন জানান, আমার স্বামী মো. জাহাঙ্গীর আলম, ঢাকা স্পেশাল ব্রাঞ্চের প্রশাসনিক শাখায় কর্মরত, তার পিতা আবুল কালাম, বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পূর্ব বেদ গাড়ি গ্রাম। বর্তমানে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। আজ দুপুরের দিকে তার বোনজামাইর সোনারগাঁও বাসা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁও মদনপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন। পরে অচেতন অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে, পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসক ভর্তি দেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ছেন জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ সদস্য। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যান পুলিশ সদস্যরা।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]