ফেনীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১৯:০৪
ফেনীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা ও গোলাম রাব্বানির বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।


৭ জুন, শুক্রবার রাতে সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ডে পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।


হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা সন্তানদের মারধর ও অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত বাড়ির সীমানা প্রাচীরের প্রায় দেড়শ ফুট ভাঙচুর করে।


এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক এতেশামুল হক বিপ্লব বাদী হয়ে ৮ জুন, শনিবার দুপুরে সোনাগাজী থানায় অভিযোগ দিয়েছেন।


পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ জুন) বিকালে মুক্তিযোদ্ধা গোলাম মাওলার ছেলে দৈনিক এবেলা'র বিশেষ প্রতিনিধি সাংবাদিক বিপ্লব বাড়ির আঙ্গিনায় বসে স্থানীয় দুই মুরব্বির সাথে গল্প করছিলেন। এসময় স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগীয় প্রকল্প কর্মকর্তা আমিনুর রশিদ মাসুদের দুই ভাই মাহাতাবুর রশিদ ও মাছুমুর রশিদ এবং চাচাতো ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে বিপ্লবকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় বিপ্লব প্রাণে রক্ষা পায়। সে বর্তমানে ফেনীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাতে হামলাকারীরা বিপ্লবের বাড়ির চতুর্পাশের প্রায় দেড়শ ফুট সীমানা প্রাচীর ভাঙচুর করে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।


আহত সাংবাদিক বিপ্লব বলেন, এলজিইডির কর্মকর্তা আমিনুর রশিদ মাসুদগং ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের মালিক দখলীয় পুকুর ভরাট করার চেষ্টা করলে আমরা বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী দিয়ে আমার বাড়ি দখলের চেষ্টা করছেন। বাধা দেয়ায় আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।


এ ব্যাপারে প্রধান অভিযুক্ত মাহতাবুর রশিদ জানান, বাড়ির সামনে একটি বিতর্কিত সীমানা প্রাচীর নিয়ে বিপ্লবের সাথে বাক-বিতণ্ডা হয়। রাতে কারা দেয়াল ভেঙেছে তিনি জানেন না। তার দাবি, তাদেরকে মামলায় ফাঁসানোর জন্য দেয়ালটা ভাঙানো হয়েছে।


সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com