
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শালবনের গভীর জঙ্গল থেকে কোরবান আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) শালবনে লাকড়ি কুড়াতে গিয়ে তিনি নিখোঁজ হন।
৮ জুন, শনিবার দুপুরে হালুয়াঘাট থানার পুলিশ বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে।
নিহত কোরবান কড়ইতলী শালবন এলাকার আহমদ আলীর ছেলে। পেশায় তিনি ঠেলাগাড়ির চালক ছিলেন। বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন বন বিভাগসহ এলাকাবাসী।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী এলাকার শালবনে ৪০ থেকে ৪৫টি বন্যহাতির পাল অবস্থান করছে। সন্ধ্যা হওয়ার আগেই হাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। গত বৃহস্পতিবার সকালে কোরবান শালবনে লাকড়ি কুড়াতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
এদিকে শনিবার (৮ জুন) সকালে এক রাখাল শালবনের জঙ্গলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ বেলা ১২টার দিকে কোরবানের মরদেহ উদ্ধার করে।
ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের আঘাত রয়েছে। তার পরিবারকে ক্ষতিপূরণের জন্য বন বিভাগের কাছে আবেদন করতে বলা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]