পায়ুপথে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১৬:৩৬
পায়ুপথে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় পায়ুপথে ১ হাজার পিচ ইয়াবাসহ মো. শাহজাহান (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম।


শুক্রবার (৭ জুন) সকালের দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট সি-ট্রাকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।


আটককৃত মো. শাহজাহান ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের বাসিন্দা মৃত আলি হোসেনের ছেলে।


ভোলা জেলা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মো. জিল্লুর রহমানের নেতৃত্বে এসআই মো. শামীম সরদার, এসআই মো. রইচ রহমান, এএসআই মো. হাফিজুর রহমান, এএস আই মো. আল-আমীন সঙ্গীয় ফোর্সসহ ভোলার ইলিশা লঞ্চঘাটে একটি সি- ট্রাকে অভিযান চালিয়ে মো. শাহজাহানকে আটক করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি ও এক্সরে করলে পায়ুপথের ভিতরে ২০ টি পোটলায় মোড়ানো ৫০ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


ভোলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/কামরুজ্জামান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com