
দেশে প্রবাহমান তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। পরিবেশ বিপর্যয়ের ফলে বিশ্বে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই মুহুর্তে বনায়নের গুরুত্বও উপলব্ধি করছে সর্বসাধারণ।
বিশ্বের নানা দেশে নানা সংকটে সব সময় সাহায্য সহযোগিতার জন্য প্রস্তুত রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশেও এর ব্যাতিক্রম নয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এবং তীব্র গরমে বৃহস্পতিবার (৬ জুন) বৃক্ষরোপন ও শ্রমজীবী মানুষদের শরবত বিতরণ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মো. সাজ্জাদ হোসেনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন ও শরবত বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র মন্ডল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় সদর দফতর যুব রেড ক্রিসেন্ট হতে আগত যুব স্বেচ্ছাসেবক মো. রমজান আলী ও দলের অন্যান্য সকল সদস্যবৃন্দ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]