পরিবেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অপরিসীম: ফেরদৌস
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ২২:১৩
পরিবেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অপরিসীম: ফেরদৌস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ২ মাসব্যাপী সারাদেশে ৫ লাখ বৃক্ষরোপণের আয়োজন করেছে জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ।


৭ জুন, শুক্রবার সকাল ১১টায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে বৃক্ষরোপণের উদ্বোধন করে সংগঠনটি। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রিয় চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের এমপি ফেরদৌস আহমেদ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের যুগ্ম মহাসচিব গোলাম রহমান দুর্জয়, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু।


পরিবেশ বিপর্যয় এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে এই উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। আলোচনা সভা শেষে ফেরদৌস আহমেদ এমপি বৃক্ষরোপণের উদ্বোধন করেন।


সারাদেশে ২ মাসব্যাপী ১ লাখ মানুষকে তারা বৃক্ষরোপণের আওতায় আনবেন। প্রতিটি ব্যক্তি ৫টি করে বৃক্ষরোপণ করবেন। সংগঠনের সব ইউনিট দলগতভাবে দেশের বিভিন্ন স্থানে এই ক্যাম্পেইন করবে।


সভায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি বলেন, দেশের পরিবেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অপরিসীম। বৃক্ষরোপণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। জলবায়ু পরিবর্তনে সকলের এগিয়ে আসা প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতা থেকে দেশকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।


সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু বলেন, একটি দেশে ২৫% বনভূমি থাকার কথা। কিন্তু আমাদের দেশে তা নেই। আমরা প্রতিনিয়ত উন্নয়নের নামে সারাদেশে বৃক্ষনিধন করছি। সারাদেশের এই বছর অতিমাত্রায় তাপমাত্রায় জনজীবনে যে রিরূপ প্রভাব পেলেছে তা মানুষ উপলদ্ধি করতে পেরেছে। অতিরিক্ত বৃক্ষ কাটার ফলে দেশে বন্যা, সাইক্লোন, জ্বলোচ্ছাসসহ বিভিন্ন দুর্যোগ সৃষ্টি হচ্ছে। আমরা সারাদেশে ২ মাসের এই ক্যাম্পেইনে ১ লাখ মানুষকে বৃক্ষরোপণের আওতায় আনবো। একজনে ৫টি গাছ রোপণ করবে পরিচর্যা করবে। তাহলে প্রাকৃতিক পরিবেশের উন্নতি হবে।


উল্লেখ্য, সবুজ বাংলাদেশ ২০১৭ সাল থেকে সারাদেশ নিয়ে পরিবেশ ও কৃষি নিয়ে কাজ করে যাচ্ছেন। পরিবেশের ক্ষেত্রে অবদান রাখায় ওআইসি কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে শেখ হাসিনা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০ অর্জন করে এ সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি পুরস্কার অর্জন করেন সংগঠনটি। ইতোমধ্যে তারা সারাদেশে ৭ লাখের অধিক বৃক্ষরোপণ করেছেন। উন্নত পরিবেশ, জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মনে করেন সংগঠনের সদস্যরা। সামাজিক দায়বদ্ধতা থেকে তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com